মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁয় ৩০০ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটা থেকে প্রকৃতি ও জীবন ক্লাব নওগাঁ শাখার উদ্যোগে দুঃস্থ্য অসহায় পরিবারের মধ্যে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইব্রাহিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপদেষ্টা মন্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ হামিদুল হক, প্রফেসর আব্দুল খালেক, অ্যাডভোকেট শেখ আনোয়ার হোসেন, এস এম শামসুল আলম, রফিকুদ্দৌলা রাব্বি, পারুল আক্তার এবং সমন্বয়ক ইমরুল কায়েস উপস্থিত ছিলেন। প্রত্যেককে ৬ কে জি চাল, দেড় কেজি মশুর ডাল এবং ১ লিটার সয়াবিন তেল দেয়া হয়।