মুহা: জিললুর রহমান,সাতক্ষীরা প্রতিনিধি:
তীব্র তাপদাহে পুড়ছে দেশ। তারপরে চলছে ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং। ফলে বৃষ্টি না থাকায় নাভিশ্বাস উঠেছে সাতক্ষীরাসহ গোটা দেশের র্কমজীবী মানুষের। গরমের তীব্রতায় অসুস্থ হয়ে পড়ছে বৃদ্ধ ও শিশুরা।। জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ অবস্থায় বৃষ্টির জন্য ইস্তেস্কা নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
মঙ্গলবার( ১৮ এপ্রিল) সকাল ৯টায় সাতক্ষীরা শহরের মুনজিতপুরস্থ কেন্দ্রীয় একাডেমি মসজিদ চত্বরে এই ইস্তেস্কা নামাজ আদায় করা হয়।
সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা মাদ্রাসার মহাতামিম হাফেজ রবিউল ইসলাম এর ইমামতিতে নামাজে শতাধিক মুসল্লি অংশ গ্রহণ করেন। নামাজ শেষে বৃষ্টির জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানিয়ে দোয়া করা হয়।
এর আগে ইস্তেস্কা নামাজে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়ে সোমবার(১৭ এপ্রিল) সন্ধ্যায় সাতক্ষীরা শহরে মাইকিং করা হয়।
মাইকিংয়ে বলা হয় খরতা ও তাপদাহ থেকে মুক্তি পেতে মহান আল্লাহর দরবারে বৃষ্টি কামনায় মঙ্গলবার সকাল ৯টায় সাতক্ষীরা কেন্দ্রীয় একাডেমী মসজিদ চত্বরে সালাতুল ইস্তেস্কা অনুষ্ঠিত হবে। সকল ধর্মপ্রাণ মুসল্লিকে উক্ত সালাতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়।