পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কেশবপুর থেকে ১৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
তাদের মধ্যে চেয়ারম্যান পদে আট জন, পুরুষ ভাইস চেয়ার ম্যান পদে ছয় জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন মনোনয়ন দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন তারা হলেন, উবায়দুর রহমান, মফিজুর রহমান, আব্দুস সামাদ, এমদাদুল হক রিপন, কাজী মুজাহিদুল ইসলাম, নাসিমা আকতার সাদে ক, আব্দুল্লাহ-নূর-আল আহসান, এস,এম মাহবুবুর রহমান। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করে ছেন তারা হলেন, সুমন সাহা রবিন, পলাশ মল্লিক,মনিরুল ইসলাম, ও জিউর রহমান, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল লতিফ রানা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাবেয়া ইকবাল ও মনিরা খান ম মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী জানা যায়, প্রথম ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধা৷ ন্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে।৷
অনলাইন তথ্যসূত্রে, যশোর-৬ (কেশবপুর) আসনে ৮১টি কেন্দ্রে ৫০৮টি কক্ষে ভোটগ্রহণ হবে। পুরুষ কক্ষ ২৪৩টি।
মহিলা কক্ষ ২৬৫টি। এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ১৭ হাজার ৯২৪ জন। পুরুষ ভোটার ১ লাখ ৯ হাজার ৯১৩ জন।
মহিলা ভোটার ১ লাখ ৮ হাজার ১০জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *