মোঃ হাবিব ওসমান, কালীগঞ্জ :
ঝিনাইদহের কালীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বালক অনুধ্বর্-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় ৫-০ গোলের বড় ব্যবধানে উপজেলা ৪নং রায়গ্রাম ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কালীগঞ্জ পৌরসভা ফুটবল একাদশ।
মঙ্গলবার বিকালে শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে এ খেলার ফাইনল অনুষ্ঠিত হয়। খেলা শেষে উভয় দলের খেলোয়ার দের হাতে পুরস্কার তুলে দেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ ও  উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।
এসময় আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুল্লাহ, থানার ওসি আব্দুর রহিম মোল্লা, কালীগঞ্জ ক্রিড়া ফেডারেশনের সহ-সভাপতি অজিৎ ভট্টাচার্য্য, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার  শেখ মামুনুর রশিদ, উপজেলা এলজিইডি প্রকৌশলী আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাজেদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলী হোসেন অপু ও কালীগঞ্জ পৌর আওয়মী যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান রাসেল সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এর আগে ৪ জুন খেলার উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। টুর্নামেন্টে পৌরসভা ও ১১ ইউনিয়নসহ মোট ১২ টি দল অংশগ্রহন নেয়।
খেলা পরিচালনা করেন মমিনুল হক ওরফে ছোট খোকা, খাইরুল ইসলাম ও মারুফ হোসেন। এছাড়া খেলা ধারাভা য়েষ্য ছিলেন, কামাল হোসেন মালিতা, ইবনে মাসুদ ও রবিউল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *