সাতক্ষীরা প্রতিনিধি:
অন লাইন নিউজ পোর্টাল বাংলা নিউজ টোয়েন্টিফোর এর জামালপুর প্রতিনিধি ও ৭১ টেলিভিশনের বকসিগঞ্জ প্রতিনিধি গোলাম রব্বানি নাদিমকে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা শহরের শহীদ
আলাউদ্দিন চত্ত্বরে সাতক্ষীরার সাংবাদিক ঐক্য, টিভি জার্নালিস্ট এ্যসোসিয়েশন ও সাংবাদিক কেন্দ্র এর যৌথ উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক
কালেরচিত্র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদের সভাপতিত্বে এবং সাতক্ষীরা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির আবুল কাসেমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আইয়ের আবুল কালাম আজাদ, জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, জেলা গণফোরামের সভাপতি আলী নুর খান বাবুল, উদীচী সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন সাতক্ষী রা শাখার সদস্য সচিব অ্যাড. মুনীর উদ্দীন, স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, জেলা মহিলা পরিষদের সম্পাদক জোৎ¯œা দত্ত, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক ওয়ারেশ
খান চৌধুরী, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সমন্বয়ক ও এখন টিভির প্রতিনিধি আহসানুর রহমান রাজীব, বণিক বার্তার গোলাম সরোয়ার, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, উন্নয়ন কর্মী জিএম মনিরুজ্জামান, বাংলাদেশের খবরের আব্দুস সামাদ, খবরপত্রের রবিউল ইসলাম, দৈনিক তথ্যের সৈয়দ রফিকুল ইসলাম শাওন, প্রজন্ম একাত্তরের ফারুক রহমান, বাংলাট্রিবিউনের আসাদুজ্জামান মধু, ঢাকা মেইলের
গাজী ফরহাদ, নাগরিক কমিটির জহুরুল কবীর, হৃদয় বার্তার আলী মুক্তাদা হৃদয়, সূর্যের আলোর মুনসুর রহমান, সাংবাদিক বায়েজিদ হাসান প্রমুখ।

বক্তারা বলেন, জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহামুদুল আলম বাবু’র বিপক্ষে সংবাদ প্রকাশ করায় ও বক্সীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম ও সাধারণ
সম্পাদক ইসমাইল হোসেনের পরিবারের সদস্যরা স্বাধীনতা বিরোধী ছিলেন এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করার কারণে নিউজ টোয়েন্টি ফোর এর জামালপুর প্রতিনিধি ও বকসী গঞ্জের ৭১ টিভির সাংবাদিক গোলাম রব্বানিকে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ ৬জনকে আটক করলেও ইউপি চেয়ার ম্যান মাহামুদুল আলম বাবুসহ কয়েকজন রয়ে গেছেন ধরা ছোঁয়ার বাইরে।

এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে মামলা নিষ্পত্তি করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দিতে হবে।

বক্তারা আলো বলেন, গত ২৮ বছরে সাতক্ষীরার প্রয়াত শহীদ মুক্তিযোদ্ধা সাংবাদিক স.ম আলাউদ্দিন, খুলনার হুমায়ুন কবীর বালু, মানিক সাহা, যশোরের সামছুর রহমান কেবলস, ফরিদপুরের টিপু সুলতানসহ সারাদেশে অসংখ্য সাংবাদিক হত্যা নির্যাতন নিপীড়নের শিকার হলেও তার বিচার হয় না। বিচারহীনতার সংস্কৃতি সাংবাদিক হত্যা
নির্যাতন নিপীড়নের তালিকা দীর্ঘ করছে।

এই তালিকায় যুক্ত হলো সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি উচ্চারণ করেন।

প্রসঙ্গত, গত ১৪ জুন বুধবার রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার সময় বকসীগঞ্জ সরকারি কলেজের সামনে গোলাম রব্বানি নাদিমকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *