মোঃ হাবিব ওসমান, (ঝিনাইদহ) প্রতিবেদক:
তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে সর্ব স্তরের মানুষের শুভেচ্ছায় সিক্ত হলেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-ঝিনা ইদহ আংশিক) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়রুল আজীম আনার।

এ সময় তিনি নির্বাচনী এলাকার মানুষের চাহিদামত উন্নয় নের কল্যাণে কাজ করার অঙ্গিকার করেন তিনি।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে ভূষন স্কুল রোডস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বিভিন্ন সামাজিক পেশাজী বী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ সর্বস্ত রের মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এদিকে এমপি আনারকে আরও বেশি গতিশীল দেখতে চান শুভেচ্ছা জানাতে আসা এ আসনের সর্বস্তরের মানুষ।

এর আগে একান্ত সাক্ষাতকারে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার বলেন, এ বিজয় জন নেত্রী শেখ হাসিনার বিজয়। মানুষের আস্থা তার ওপরআছে।

যে কারণে টানা চতুর্থবারের মতো তাকে দেশের মানুষ সর কার গঠনে রায় দিয়েছেন।

জনগণের রায়ের পাশাপাশি নতুন করে পথচলার জন্য বেশ কিছু চাহিদা পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আ গামী ৫ বছর এ আসনের বাকি উন্নয়ন কাজগুলো সম্পন্ন করবো।

তিনি বলেন, ঝিনাইদহ-৪ আসনে শিক্ষা, ক্রীড়া, ব্যবসা, উন্নত স্বাস্থ্য ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, সড়কসহ যে কাজগুলো চলছে তা সম্পন্ন করা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা বাড়ানো, নদ-নদী খাল খননের কাজকে অর্থবহ করতে কাজ করবো।

তিনি আরো বলেন, আমি ভোটারদের কাছে ঋণী। তাদের চাহিদামত উন্নয়নের কল্যাণে কাজ করতে চাই।

তিনি বলেন, উৎসবমুখ পরিবেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হয়েছে। ঝিনাইদহে ৪টি আসনেই শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের এক নেতা বিজয়ী হয়েছেন।

এ জেলায় ১জন সংসদ সদস্য পরাজিত হয়েছেন তার জন্য সমবেদনা রইল।

নতুন যিনি নির্বাচিত হয়েছেন তিনিও ঝিনাই দহের মানুষের কল্যানে কাজ করবেন এমনটি প্রত্যাশা কর ছি।

এদিকে ঝিনাইদহ-৪ আসনের উন্নয়নে আনোয়রুল আজীম আনারকে আরও বেশি গতিশীল দেখতে চান এ আসনের সাধারন মানুষ।

তাদের দাবি, আগের মতোই সাধারণমানুষের চাহিদাগুলো পূরণে তিনি সর্বোচ্চ ভূমিকা রাখবেন।

সেই সঙ্গে তাকে সর কারের উচ্চ পর্যায়ে দেখতে চায় ঝিনা ইদহ-৪ আসনের জন গণ।

One thought on “তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়ে যা বললেন আনার”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *