আব্দুল্লাহ সোহান, মনিরামপুর ॥
যশোরের মনিরামপুরে পূর্ব শত্রুতার জের ধরে মারুফ উল ইসলাম দিলশাদ নামে এক তরুন উদ্যোক্তার ৬০০ শতাধীক ড্রাগন গাছ কেটে সাবাড় করে দিয়েছে দূর্বৃত্তরা।

গত রোববার দিবাগত রাতে উপজেলার চালকিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ (সোমবার) রাতে ভূক্তভোগী
থানায় লিখিত অভিযোগ করেছেন।

উদ্যোক্তা মারুফ উল ইসলাম (ইঞ্জিনিয়ার) জানান, বছর ৩ আগে চালকিডাঙ্গা গ্রামে ১ একর ১৫ শতক জমিতে আসর আলী এগ্রো লিমিটেড প্রতিষ্ঠান নামের একটি বাগানে ১৪’শ
ড্রাগনের গাছ রোপন করা হয়।

কয়েকদিন আগে একটি মৎস ঘের নিয়ে স্থানীয় এক মেম্বর ছেলের সাথে বিরোধ সৃষ্টি হয়। গত রোববার রাতের কোন এক সময় দূর্বত্তরা বাগানে ঢুকে ফলজ ৬০০ ড্রাগনের গাছ কেটে সাবাড় করে দিয়েছে। এ ঘটনায় স্থানীয় মেম্বরের দুই ছেলে মেহেদি হাসান (২৪), সাগর হোসেন (১৮) এবং স্বাধীন (২৩) নামে অপর একজনের নাম উল্লেখ পূর্বক ৪/৫জনকে অজ্ঞতনামা করে ভূক্তভোগী থানায় অভিযোগ করেছেন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা অচিন্ত কুমার ভৌমি জানান, ৬০০ শতাধীক কেটে ফেলা ড্রাগন গাছে প্রায় ৮ লক্ষাধীক টাকা ক্ষতি হয়েছে উদ্যোক্তা মারুফ উল ইসলামের।

মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান জানান, থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *