স্টাফ রিপোর্টার, যশোর: যশোর জেলা আওয়ামী লীগের
সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেছেন,
‘শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ
থাকতে হবে।

কোনভাবেই নিজেদের মধ্যে বিভেদে জড়ানো যাবে না।

আওয়ামী লীগ দুর্বল হয়ে গেলে প্রতিপক্ষরা সুযোগ নেবে। আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্থ করার চেষ্টা করবে। দেশ ও জাতির ক্ষতি করবে।

তারা সুযোগ খোঁজছে ঝোঁপ বুঝে কোপ মারবে। তাই আও য়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দলীয় সিদ্ধান্তে কাউকে ছাড় দেয়া যাবে না।

শেখ হাসিনার প্রশ্নে কারো সাথে আপোষ করা যাবে না। সেই কারণে আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্য বদ্ধ থাকতে হবে’।

বুধবার (১৭ এপ্রিল) যশোর জেলা আওয়ামী লীগের আয়ো জনে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন রাজনৈতিক সনেট। ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ তার উজ্জ্বল উদাহরণ।

এ ধরণের অলিখিত ছন্দবদ্ধ ভাষণ বিশে^র কোন দিতে পারেননি। দেশের সাধারণ মানুষের মুক্তি, স্বাধীনতার প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন।

তাই বঙ্গবন্ধুর নেতৃত্বে মাত্র নয় মাসে দেশ স্বাধীন হয়েছে। আর তার কণ্যা শেখ হাসিনা হলেন উন্নয়নমাতা। তার পক্ষে বাংলার চেহারা বদলানো সম্ভব হয়েছে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, সহ-সভাপতি বীর
মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, যুগ্ম-সাধারণসম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম, মুক্তিযুদ্ধ সম্পাদক বীর মুক্তি যোদ্ধা হারুন অর রশিদ, সদস্য সামির ইসলাম পিয়াস, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, জেলা যুবলীগের সদস্য কেরামত আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ বিপুল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নিয়াম ত উল্লাহ, জেলা মহিলালীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা মিলি ও জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস।

 

One thought on “শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে-মিলন”
  1. শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে-মিলন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *