আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের মালশন গ্রামের এক কৃষকের মরিচ খেতের ৮০০ মরিচ গাছ উপড়ে ও ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।

এতে তিনি লক্ষাধীক টাকা ক্ষতির মুখে পড়েছেন ওই কৃষক। এ ঘটনায় রবিবার দুপুরে ভুক্তভোগী কৃষক দেলোয়ার হোসে ন সান্তাহার পুলিশ ফাঁড়িতে একটি মৌখিক অভিযোগ করে ছেন।

ভুক্তভোগী কৃষক দেলোয়ার হোসেন জানান, তিনি মালশন গ্রামের এক ব্যক্তির কাছে সবজি চাষের জন্য চার হাজার টাকার বিনিময়ে এক বছর মেয়াদে সাড়ে দশ শতাংশ জমি
পত্তন নেন। সেই জমিতে চার মাস আগে মরিচ চাষ শুরু করেন।

এতে তার ব্যায় হয় প্রায় ১৫-২০ হাজার টাকা। গাছগুলোতে থোকায় থোকায় মরিচও ধরেছে।

আর মাত্র এক সপ্তাহ পর সেসব মরিচ প্রায় লক্ষাধীক টাকায় বিক্রি করার স্বপ্ন দেখেন কৃষক দেলোয়ার।

প্রতিদিনের মতো শনিবার বিকালে মরিচ খেতে কাজ শেষে বাড়ি ফিরেন।

পরের দিন রোববার সকাল ১০টার দিকে খেত পরিচর্যার জন্য জমিতে গিয়ে দেখেন ১২০০ মরিচগাছের মধ্যে ৮০০টি গাছ ভেঙে এবং উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরির্দশক মেহেদী হাসান জানা ন, ভুক্তভোগী কৃষক দেলোয়ারের মৌখিক অভিযোগ পাও য়ার পরই ঘটনাস্থল পরিদর্শন করেছি।

জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *