আমিনুল ইসলাম বজল, পাইকগাছা(খুলনা)ঃ
“গ্রাম বাংলার মানুষের কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতা” দেশের বায়ু দেশের মাটি গাছ লাগিয়ে করবো খাঁটি প্রতিপাদ্যর আলোকে কপিলমুনি প্রেস ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও বার্ষিক বন ভো জন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১টার সম্পর্ণ নিজস্ব অর্থায়নে সদ্য নির্বাচিত কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক আ ব্দুল রাজ্জাক রাজু তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান তালতলা রাকিব মংস্য খামারে এ অনুষ্ঠানের আয়ো জন করে ন।
উক্ত অনুষ্ঠান আহবায়ক রাজ্জাকের সভাপত্বিতে ও সদস্য সচিব আমিনুল ইসলাম বজলু’র সঞ্চালনায় বৃক্ষ রোপণ কর্মসূচীর মধ্যে দিয়ে শুরু হয়।
এ প্রাণবন্ত সাংবাদিক মিলন মেলা আয়োজন অনু ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কপি লমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্ল্যাহ বাহার, বিশেষ অতিথি ছিলেন, কপিলমুন মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, কপিলমুনি পুলিশ ফাঁড়ি ইনচার্জ (পুলিশ পরিদর্শক) জাহাঙ্গীর আলম, কপিলমুনি পুলিশিং কমিটির সভাপতি ও কপিলমুনি প্রেসক্লাবের দাতা সদস্য সাধন কুমার ভদ্র, কপিলমুনি প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সাবেক সভাপতি  শেখ মহাঃ আব্দুস সালাম, সাবেক সভাপতি শেখ আব্দুল গফুর, এস এম আব্দুর রহমান, জি এম মোস্তাক আহমেদ, এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ, এইচ এম শফিউল ইসলাম, এস এম লোকমান হেকিম, জি এম হাসান ইমাম, বি এম জব্বার, এস এম আজি জুল রহমান, এম এম মিজানুর রহমান, জি এম আসলাম হোসেন, মিলন দাশ, রামপ্রসাদ পাল, শেখ দীন মাহমুদ, প্রবীর জয়, অলিউল্ল্যাহ গাজী, শেখ মনিরুল ইসলাম, শেখ নাদীর শাহা, শিক্ষক পলাশ দাশ, হরিঢালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুজাহিদ হাজরা, কপিলমুনি ইউপি সদস্য মুস্তাফিজুর রহমান মিন্টু, যুবলীগনেতা সরদার জাহাঙ্গীর আলম, কপিলমুনি পল্লী বিদ্যুৎ অফিস ইনচার্জ চঞ্চল কুমার সরকার, আবুল হোসেন, অলোক মজুমদার ও সাহেব আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *