আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছার ঐতিহ্যবাহী ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম(বিএম) হাই স্কুলে র ২০২৪ সনের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণের জন্য বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠি ত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টার সময় স্কুলের হল রুমের আয়ো জনে সভাপতিত্বে করেন ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম (বি এম) হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তার বক্তব্যে বলেন, আমা দের এই স্কুল প্রতিবছর ভাল ফলাফল অর্জন করে।

তোমরা সকলেই মনোযোগ সহকারে লেখাপড়ার করে অনুষ্ঠি ত পরীক্ষায় অংশগ্রহণ করবে ও কেন্দ্রে দায়িত্ব পালনকারী সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হবে। আমার সকল শিক্ষা র্থীদের জন্য আমার হৃদয় থেকে দোয়া ও আশিবাদ রইল।

তোমরা আগামীতেও ভালো ফলাফল করে স্কুলের এই ধারা অব্যাহত রাখবে বলে আমি আশাবাদি।

এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম (বিএম) হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ নাজমুল আলম, শিক্ষক প্রতিনিধি বেনজির আহমেদ, আসাদুর রহ মান, নাসরিন আখতার নয়ন, সহকারী প্রধান শিক্ষক নাজ মুল আলম, সিনিয়র শিক্ষক নাজমা পারভিন, আব্দুস সোবা হান, আব্দুস সামাদ, শাহানারা খাতুন, হালিমা খাতুন মুক্তা, বাবুল হোসেন, মনিরা পারভিন, জাহিদ হাসানসহ স্কুলের সকল কোমলমতি শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *