মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁর মান্দা উপজেলার একটি ইউক্যালিপটাস বাগান থেকে এক প্রেমিক যুগলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তুলশিরামপুর গ্রামের একটি ইউক্যালিপটাস বাগান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

উপজেলার কাঁশোপাড়া ইউনি য়নের তুলশিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার তুলশিরামপুর গ্রামের আব্দুল করিমের ছেলে আরিফ হোসেন (২২)। তিনি স্থানীয় কলে জে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করতেন।

এদিকে একই গ্রামের হাফিজুর রহমানের মেয়ে জুলি য়া আক্তার (১৬)। সে এবার এসএসসি পাশ করেছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়,রোববার বিকেলে আরিফ স্থানীয় বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন।

এরপর রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় রাত ১০টা র দিকে তাঁর মা তাঁকে ফোন করে কোথায় আছে জা নতে চাইলে আরিফ জানায়, তিনি তাঁর এক বন্ধুর বাড়িতে আছেন।

সকালে বাড়ি ফিরবেন। অন্যদিকে রাত সাড়ে ১০টারদিকে জুলি য়া তার মার সঙ্গে একই ঘরে ঘুমাতে যা য়।

ভোরে তার মা তাকে বিছানায় দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন।

সকাল ৮টার দিকে শ্রমিকেরা কাজ করতে গিয়ে তুলশি রামপুর গ্রামের একটি ফসলি মাঠের মধ্যে অবস্থিত ইউ ক্যা লিপটাস গাছের বাগানের মধ্যে আরিফ ও জুলি য়ার লাশ দেখতে পান। পরে খবর পেয়ে আরিফ ও জুলি য়ার স্বজন এবং স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে যান।

সকাল সাড়ে ৯টার দিকে মান্দা থানা পুলিশের এক টি দল এসে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে।

নাম প্রকাশ না করার শর্তে একই গ্রামের একাধিক বাসি ন্দা জানান, শারীরিক সমস্যার কারণে আরিফ কে দুবার অপারেশন করানো হয়েছে।

এরপরও তার মেয়েলি স্বভাবের পরিবর্তন হয়নি। এজন্য তার বিয়ে ভেঙে যাচ্ছিল। আরিফ-জনির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলেও এই ভয়ে তারা হয়তো সেটি প্রকাশ করেনি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, নিহত যুগলের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

তাদের দুজনের মুখ দিয়ে ফেনা ও লালা বের হওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা বিষক্রিয়ায় মারা গেছেন। ঘটনাস্থল থেকে দুটি পানির বোতল ও দুটি কাপ ড়ের ব্যাগ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং তারা দুজনেই আত্ম হত্যা করে থাকতে পারেন।

তবে ময়না তদন্তের প্রতিবেদন পেলেই তা সুনির্দিষ্টভাবে বলা যাবে। লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *