সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা-যশোর মহাসড়কে মহেন্দ্রা ও ইঞ্জিনভ্যানের মুুখো মুখি সংঘর্ষে শেখ মোস্তাফিজুর রহামান (৬৫) নামে এক অব সরপ্রাপ্ত সরকারী কর্মচারী নিহত হয়েছে।

মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা
ইউনিয়নের ওয়ারিয়া এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

নিহত শেখ মোস্তাফিজুর রহমান সাতক্ষীরার কলারোয়ার উপজেলার তুলসিডাঙ্গা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।

তিনি সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে কলারোয়ার থেকে মাহেন্দ্র যোগে সাতক্ষীরার দিকে আস ছিলেন মোস্তাফিজুর রহমান।

পথিমধ্যে ঝাউডাঙ্গার ওয়ারিয়ার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ইজ্ঞিনভ্যান (আলম সাধুর) সাথে মহেন্দ্রর সংঘর্ষ হয়। এতে ইঞ্জিনভ্যান থেকে তিনি রাস্তার উপ র ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম সড়ক দূর্ঘটনার একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতে মরদেহ উদ্ধার করে ময়নাতদ ন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

One thought on “সাতক্ষীরায় ইঞ্জিনভ্যান থেকে পড়ে অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী নিহত”
  1. সাতক্ষীরায় ইঞ্জিনভ্যান থেকে পড়ে অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী নিহত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *