ডেস্ক নিউজ:বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

ভর্তিচ্ছু শিক্কার্থীরা আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারছেন।

এটা চলবে আগামী ৫ ফেব্রুয়ারি বিকেল ৩টা পর্যন্ত।

বুয়েট সূত্র জানায়, ৫ ফেব্রুয়ারি আবেদন শেষ হলেও মোবা ইল বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে ৬ ফেব্রুয়ারি বিকেল ৩টা পর্যন্ত।

এরপর ১৩ ফেব্রুয়ারি প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশ করা হবে।

গত বছরের মতো এবারও বুয়েটে ১ হাজার ৩০৯টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

দুই ধাপের পরীক্কার মধ্যে প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষা নেওয়া হবে ২৪ ফেব্রুয়ারি, আরচূড়ান্ত পরীক্ষা হবে ৯ মার্চ।

প্রথম ধাপে ১০০ নম্বরের প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় থাকবে ১ ঘণ্টা।

প্রাক-নির্বাচনীতে ভুল উত্তরের জন্য নম্বর কাটা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।

প্রাক-নির্বাচনীতে উত্তীর্ণদের নিয়ে পরের ধাপে চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ৩১ মার্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *