স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী): পুঠিয়া উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে আইবাস সমস্যার করাণে বিলভাউচার পাস হচ্ছেনা বলে অভিযোগ উঠেছে।

গত ১ সপ্তাহ থেকে এ অবস্থার চলছে বলে হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে।

এতে করে উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে বিভিন্নধরনে বিল নিয়ে ভোগান্তিতে পড়েছেন বিল গ্রহিতারা। কবে নাগাত এ আবস্থার উন্নতি হবে তা কেউ বলতে পারছেনা।

খোঁজ নিয়ে জানাগেছে, সিএও অফিসের অথরিটিরভিত্তিতে অনুদান ও প্রল্পের ছাড়পত্র অর্থের বিল পাস, সরকারি কর্মচা রীদের বিভিন্ন ঋণ ও অগ্রিম পরিশোধ, পেশন ও আনুতো ষিক পরিধোধ, বেতন-ভাতাদি বিল পাস, সরবরাহ ও সেবা, মেরামত ও সংরক্ষণ এবং অন্যান্য খাতে বিল পাস।

এসব বিল ভউচার পাস করতে উপজেলা হিসাবরক্ষণ কর্মক র্তাকে আইবাস ++ সফটয়্যারের মাধ্যমে সম্পন্ন করতে হয়। গত ১ সপ্তাহ ধরে আইবাস++ সফটওয়্যারের সমস্যার করণে শত শত বিলভাউচারের ফাইল আটকে আছে।

সামনে ঈদ এসময় এ সমস্যা চলতে থাকলে সরকারি কর্মকর্তা কর্মচা রীগণে বেতনভাতাসহ বিভিন্ন ধরণে
বিলভাউচার নিয়ে তারা বিপাকে পরবে। তাই এ সম্যার আশুসমাধান চেয়েছেন ভুক্তভোগিরা।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মিন্নাত আলী বলেন, এ মাসে রেগুলার কাজের সাথে আরো
কিছু বাড়তি কাজ যোগ হওয়ায় এ সমস্যা হয়ে থাকতে পারে।

এ ছাড়াও তিনি বলেন, সরকারি যে ওয়াইফাই কানেকশন রয়েছে তার গতি অনেক কম থাকায় বাধ্য হয়ে আমাদের বেসরকারি ওয়াইফাইয়ের মাধ্যমে কাজ করতে হয়।

2 thoughts on “পুঠিয়া উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কারণে বিলভাউচার পাস হচ্ছেনা”
  1. পুঠিয়া উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কারণে
    বিলভাউচার পাস হচ্ছেনা

    1. পুঠিয়া উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কারণে বিলভাউচার পাস হচ্ছেনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *