পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের মঙ্গলকোট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও পাঁচারই টি এস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম (৫৬) হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে শণিবার (১৩ মে) দুপুর সাড়ে ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মঙ্গলকোট বাজারে দীর্ঘদিন যাবত পাটের ব্যবসা করতেন। তিনি আওয়ামীলীগ নেতা মরহুম বিশ্বাস আবুল কালাম ও পাঁচারই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বাস শহিদুল ইসলামের ভাই।

মরহুমের নামাজে জানাযা রোববার (১৪ মে) সকাল দশটায় পাচারই মাঝপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠান শেষে পাঁচারই গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজা পরিচালনা করেন, মাওলানা আবুল হুসাইন। মরহুমের নামাজে জানাযায় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, ৫নং মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ, স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য মোসলেম উদ্দিন সরদার, পাচারই টি এস মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আব্দুল ওহাবসহ শিক্ষক মণ্ডলী ও মঙ্গলকোট বাজারের সভাপতি আব্দুল খালেক মোড়ল, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সরদারসহ ব্যবসায়ীবৃন্দ। এছাড়াও ইউনিয়ন ও স্থানীয় পর্যায়ে মুসল্লীগন উপস্থিত ছিলেন। মরহুমের পরিবারের প্রতি বিভিন্ন মহলসহ শণিবার বিকেলে মঙ্গলকোট বাজারে আইনশৃঙ্খলা সভায় সমবেদনা জানান হয়। ছবিঃ ১৪/০৫/২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *