আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার সান্তাহার জংশন ষ্টেশনে ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৫৫ বছর বয়সের এক অজ্ঞাত ব্যক্তির মূত্যু হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানা সুত্রে জানায়ায, সোমবার বেলা সাড়ে ১২ টারদিকে চিলাহাটি থেকে খুলনাগামী আন্তঃনগর রুপসা ট্রেন সান্তাহার জংশন ষ্টেশন থেকে খুলনা অভিমুখে ছেরে যাওয়ার প্রকালে ট্রেনে ওঠার সময় রেলওয়ে থানার সামনে প্লাটফরমের নীচে পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মূত্যু হয়। সান্তাহার রেলওয়ে পুলিশ তাৎক্ষনিক তার লাশ উদ্ধার করেছে।
এরির্পোট লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,সিআইডির ফিঙ্গার প্রিন্টের মাধমে তার পরিচয় সনাক্ত করনের চেষ্টা করা হচ্ছে পরিচয় পাওয়া গেলে আইনি প্রক্রিয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। #