রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ তীব্র দাবদাহে ঠাকুরগাঁওয়ে খেটে খাওয়া, অটোরিকশা চালক ও ট্রাফিক পুলিশের ক্লান্তি দূর করতে ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করেছে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বি।
রবিবার (১৪ মে) শহরের বিভিন্ন এলাকায় প্রখর রোদে কষ্টে থাকা অটোরিকশা চালক ও ট্রাফিক পুলিশদের মাঝে এসব বিতরণ করেন ছাত্রলীগ নেতা রাব্বি।
এসময় ছাত্রনেতা নূরুজ্জামান, রাসেদ, আল আমিন, বাপ্পি, তুহিন, সুমন, সবুজ উপস্থিত ছিলেন।
রিকশা চালক আবুল হোসেন বলেন, সড়কের পাশে দাঁড়িয়ে ছিলাম, প্রচন্ড গরম। এসময় ছাত্রলীগের নেতারা আসে আমাকে ঠান্ডা পানি আর একটা স্যালাইন দিলো। এই গরমে ঠান্ডা পানি দেয়াটাই আমাদের জন্য অনেক উপকার হলো।
জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বি ভোরের ডাককে বলেন, নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে সব সময় মানুষের পাশে দাঁড়াবার জন্য।
যেখানে আমরা পাঁচ মিনিট রোদে দাঁড়িয়ে থাকলে হাপিয়ে যাই, সেখানে সকাল থেকে শুরু করে এই প্রখর রোদের মধ্যে রিকশা চালকেরা রিকশা চালায়, ট্রাফিক পুলিশরা এই রোদে দাঁড়িয়ে থাকে। আমরা তাদের খানিকটা ক্লান্তি দূর করার জন্য এটি একটি ছোট প্রয়াস।