মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁর মান্দায় আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আলোর দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে ১৬০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭এপ্রিল) উপজেলার প্রসাদপুর ইউনিয়নের ইনায়েতপুর মোল্লা পাড়া ঈদগাহ্ মাঠে এসব ঈদ উপহার হিসেবে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রী হিসেবে প্রতিটি প্যাকেজে ছিলো ১টি মুরগী, ১কেজি আতব চাল, ৫০০ মিলি সয়াবিন তেল, ২ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি ও ১ প্যাকেট গুড়া দুধ।
এসময় আলোর দিশারী ফাউন্ডেশনের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মাও. মো. আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ৪নং মান্দা ইউ’পি চেয়ারম্যান ডা. মো. তোফাজ্জল হোসেন, বান্দাইখাড়া ডিগ্রি কলেজের অধ্যাপক মুনসুর আলী, মটগাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সালাম, দলিল লেখক আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমান, আব্দুল কুদ্দুস, আরিফ হাসান ও আনোয়ার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
আলোর দিশারী ফাউন্ডেশনের সভাপতি মোয়াজ্জেম হোসেন জানান, আমরা বিভিন্ন ডোনারদের সহায়তায় হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রীগুলো তুলে দিচ্ছি। যাতে করে এই মানুষগুলো একটু ভালো মতো ঈদের আনন্দ উপভোগ করতে পারে। বিগত দিনেও আমরা শীতার্তদের মাঝে শীতবস্ত্র, হতদরিদ্রদের মাঝে কুরবানীর মাংসসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছি।