ডেস্ক নিউজ:মৌসুম শেষ না হতেই আবারও শুরু মেসির দলবদল নাটক। স্প্যানিশ গণমাধ্যমের দাবি, নিজের পুরোনো ঠিকানায় ফিরতে আর্জেন্টাইন তারকাকে তিন শর্ত দিয়েছে বার্সেলোনা। যদিও গুঞ্জন আছে, বিশ্বজয়ী তারকাকে পেতে চায় ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানও। আর যে কোন মূল্যে তাকে ধরে রাখতে পিএসজিকে নির্দেশ দিয়েছে কাতার।
সময় গড়িয়েছে তবুও এতটুকু কমেনি বার্সেলোনায় মেসির আবেদন। তাইতো ন্যু ক্যাম্পে কান পাতলেই এখনও শোনা যায়, ফিরে এসো মেসি, ফিরে এসো।
কিন্তু ঘরের ছেলেকে ফিরিয়ে আনতে কতটা প্রস্তুত বার্সা? প্রশ্নটা সামনে নিয়ে এসেছে স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভো। তাদের দাবি, পুরনো ঠিকানায় ফিরতে এলএমটেনকে কঠিন তিন শর্ত বেঁধে দিয়েছে হুয়ান লাপোর্তার বোর্ড।
প্রথমত, বার্সায় ফিরতে নিজে থেকে আগ্রহ দেখাতে হবে মেসিকে। এজন্য, এজেন্ট বাবা হোর্হে মেসির মাধ্যমেও ক্লাব কর্তৃপক্ষকে জানাতে পারবেন লিও। এছাড়াও সাবেক সতীর্থ ও বর্তমান কোচ জাভি হার্নান্দেজকে জানালেও চলবে। এমনকি, বার্সার অন্য খেলোয়াড়দের মাধ্যমেও ফেরার ইচ্ছা পোষণ করতে পারেন মেসি।
দ্বিতীয়ত, কাতালুনিয়ায় ফিরলেও আগের কর্তৃত্ব থাকবে না। খেলতে হবে নতুন অধিনায়ক সার্জিও বুসকেটসের অধীনে। ফুটবলার কেনা-বেচা ও দল নির্বাচনেও করতে পারবেন না কোন হস্তক্ষেপ।
মুন্দো দেপোর্তিভোর দাবি সত্যি হলে, মেসির বার্সায় ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ তৃতীয় শর্তের কারণে। বর্তমানে পিএসজিতে সপ্তাহে প্রায় সাড়ে আট কোটি টাকারও বেশি পারিশ্রমিক পান লিও। বার্সায় আসলে তার চেয়ে কম বেতন নিতে হবে তাকে। লা লিগার বেতনসীমা সংক্রান্ত নীতি ও বার্সার অর্থনৈতিক দুরাবস্থায় এ শর্ত শিথিলের তেমন কোনো সম্ভাবনা নেই।
কঠিন তিন শর্ত মেনে মেসি বার্সায় ফিরবেন কিনা, তা হয়তো সময় বলে দিবে। তবে এতটুকু নিশ্চিত, দলবদলের বাজারে এখনও চাহিদার তুঙ্গে মেসি। আগ্রহীদের তালিকায় শোনা যাচ্ছে ইন্টার মিলানের নামও। আর্জেন্টাইন সাংবাদিক সার্জিও এ গঞ্জালেস জানিয়েছেন, প্রজন্মের অন্যতম সেরা ফুটবলারকে দলে ভেড়াতে চায় ইতালিয়ান জায়ান্টরা। যেখানে এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারেন নেরাজ্জুরিদের ভাইস প্রেসিডেন্ট হাভিয়ের জেনেত্তি। যিনি নিজেও একজন আর্জেন্টাইন।
এদিকে মুন্ডো দেপোর্তিভোর বরাত দিয়ে জনপ্রিয় ফুটবল বিষয়ক গণমাধ্যম গোলডটকম জানাচ্ছে, যে কোনো মূল্যে মেসিকে ধরে রাখতে কাতারের রাজধানী দোহা থেকে ক্লাবটির উর্ধ্বতন কর্মকর্তারা প্যারিসের ক্লাবটির সভাপতি আল-খেলাইফিকে নির্দেশ দিয়েছেন, সম্ভাব্য সব উপায়ে মেসির মেয়াদ বাড়াতে।