মুহা: জিললুর রহমান,সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরের রমজাননগরে মৎস্য ঘের থেকে বিলাল হোসেনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় হরিপদ বাছাড় (৫৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। শনিবার(২৫ মার্চ) শ্যামনগর থানার এসআই সেলিম রেজা নিজ বাড়ি থেকে তাকে আটক করেন।
গ্রেফতারকৃত হরিপদ বাছাড় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর গ্রামের ইন্দ্রজিৎ বাছাড়ের ছেলে।
এর আগে মৃতের স্ত্রী আকলিমা বেগম বাদি হয়ে অজ্ঞাত নাম পরিচয়ের আসামীদের বিরুদ্ধে শনিবার শ্যামনগর থানায় একটি হত্যা মামলা করে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সেলিম রেজা জানান, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর শুক্রবার মৎস্য ঘেরের পানিতে বিলাল হোসেনের মৃতদেহ পাওয়া যায়। ওই ঘটনায় তার স্ত্রী শনিবার শ্যামনগর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে একটি হত্যা মামলা দায়েরের পর হরিপদ বাছাড়কে সন্ধিগ্ধ আসামী হিসেবে আটক করা হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম বাদল জানান, মৃতদেহের সুরতহাল রিপোর্টে আঘাতের চিহ্ন মেলেনি। ময়না তদন্ত প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আটক হরিপদ বাছাড়কে কারাগারে প্রেরণ করা হয়েছে।