## কবি বিশ্ব প্রতাপ বড়ুয়া ##
আমি আজও জানিনি
কাকে বলে ভালোবাসা?
আমি আজও বুঝিনি
কাকে বলে প্রেম?
কি করুন কাকুতিতে
দুজনার অনুসৃত তনু হেম
অন্তরের অন্ত গহীনের
নিকুন্জ বনের নিকষিত হেম??
আমি খুঁজেছি অনেক তাঁরে
ঐ দীপ দীপা অন্তর প্রান্তরে
আমি ঘুরেছি অসীম অনন্ত সুদূর
নদ নদী  অমৃত সাগর করি ভোর।।
ভালোবাসা বলে আশাটা কি
প্রেম বলে জীবন সর্বনাশা শ্রী
খুঁজে খূঁজে হয়েছি ক্লান্ত আমি
পাইনি  ঠিকানা দূর তেপান্তর।।
আমার আশার সোপন পাড়ি দিয়ে
আমি ভাষার  অভিধানে অভিজ্ঞতা হরে
আমি পাইনি প্রেম প্রেমিক প্রেমিকটারে
করি আপনার ভাবনার করি আপনতর।।
কতো রাতজাগা ভোরে পথে প্রান্তরে
শতো নিশিত গভীরে আপন নীড়ে
আমি বারে বারে খূঁজে ফিরেছি তাঁরে
পাইনি  নি:স্বার্থ কারে সকলে স্বার্থপর ভারে।।
কতো কবিতার পাতা শত খাতা
কতো প্রেম পত্র শত আলাপন বারতা
সব মিছে হলো জীবন করি এলোমেলো
ছলকলা করে সড়ে যায় ভালোবাসা কাকে বলো??
তাইতো আমার মনের কষ্ট মনে হয় নষ্ট
হয়েছি নিদারুন নির্মমতায় ছলনায় ভ্রষ্ট
আসলে প্রেম ভালোবাসার গভীর  অনুরণন
আমায় করছে নিরব নিগূঢ় অনুভূতিে ক্ষত বিক্ষত।।
তাই  জীবন  জোয়ারে ভাসি ভাসি আমি
ডুবে তরী ভাসাই ভেলা খেলা করে মেলা
পাইনি ঠিকানা তার কাকে বলে প্রেম
কাকে বলে ভালোবাসা কি সেই আশা???
বার্তা প্রেরক :ঠাকুর প্রসাদ রায় (জলঢাকা নীলফামারী প্রতিনিধি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *