‘যশোর প্রতিনিধি: আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট এন্ড ডি পার্টমেন্ট অব জাস্টিজ কর্তৃক পরিচালিত ফিলিপ সি .ইন্টার ন্যাশনাল ল’ মুট কোর্ট কমপিটিশন ২০২৪ প্রতিযোগীতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন যশোরের চৌগাছার  কৃতি সন্তান তাসকিন তনিকা।

ওই  প্রতিযোগীতায় অংশ নিতে আমেরিকার উদ্দশে আজ তাসকিন তনিকা ঢাকা ত্যাগ করেছেন।

জানাযায়,প্রতিবছরপর ন্যায় এ বছরও আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট এন্ড ডিপার্টমেন্ট অব জাস্টিজ কর্তৃক পরিচা লিত ফিলিপ সি. জোসাফ ইন্টারন্যাশনাল ল’ মূট কোর্ট কমপিটিশ ন-২০২৪ আমেরিকার ওয়াশিংটন ডি.সি. তে অনুষ্ঠিত হয়।

ওই প্রতিযোগিতা পৃথিবীর ১০০টি দেশের ৭০০ টি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের আইনের বিভাগের ছাত্র-ছাত্রীরা অংশ নিয়ে থাকে ।

ইতোমধ্যে ন্যাশনাল রাউন্ড ৪০টি বিশ্ববিদ্যালয়ে মধ্যে সম্পন্ন হয়েছে।

প্রথম ধাপে  আমেরিকায় ইন্টারন্যাশনাল রাউন্ড প্রতিযো গিতায় বাংলাদেশের ব্রাক বিশ্ববিদ্যালয়ের আইনের মেধাবী ছাত্রী যশোরের (বনবীথি লেনের ) মেয়ে তাসকিন তনিকা বিজয় হয়।

তিনি এবারের ওই প্রতিযোগীতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বলে জানাগেছে।

তিনি যশোর জেলার চৌগাছা উপজেলার নারায়ণপুর গ্রামের ও যশোর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, ও বাংলা দেশ সুপ্রিম কোর্টের এ্যাড.এবিএম আহসানুল হকের এক মাত্র কন্যা।

তাসকিন তনিকার এ কৃতিত্বের জন্য তার পিতা-মাতা মহান আল্লাহ তায়ালা ও দেশের সকলের কাছে দোয়া চেয়েছেন।

তার পিতা তাসকিনের উদ্দেশে বলেন তাসকিন যেন  মহান মুক্তিযোদ্ধা দের দ্বারা অর্জিত এ বাংলাদেশের সুনাম অর্জন করতে পারেন। তাসকিন আমেরিকার উদ্দেশ্যে আজ ঢাকা দেশত্যাগ করেছেন।

যশোরের চৌগাছা প্রেস ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী ও সাধারন সম্পাদক শাহানুর আলম উজ্জল  সহ এলাবাসী তাসকিন তনিকাকে অভিন্দন জানিয়েছেন।

 

One thought on “আইন মুট কোর্ট আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করছেন যশোরের মেয়ে তাসকিন তনিকা”
  1. আইন মুট কোর্ট আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবেন যশোরের মেয়ে তাসকিন তনিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *