ডেস্ক নিউজ: ব্যয় সংকোচনের অংশ হিসেবে এবার রমজানে গণভবনে ইফতার পার্টি না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার। তিনি জানান, গণভবনে এবার আনুষ্ঠানিক কোনো ইফতার আয়োজন রাখেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী যে সাশ্রয়ী নীতি অবলম্বন করেছেন, ব্যক্তিগত জীবনে সেটারই অংশ হিসেবে তিনি এবার কোনো ধরনের ইফতার পার্টি করবেন না। ইফতারে সংযম এবং ব্যয় সংকোচন করবেন।

আনুষ্ঠানিক আয়োজন না রাখার পাশাপাশি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ইফতারও সাদামাটা হবে জানিয়ে হাসান জাহিদ তুষার বলেন, তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) এবার একদমই সাদামাটা ইফতার করবেন। ব্যক্তিগত ইফতারেও তিনি কৃচ্ছ্রসাধন করবেন।

এদিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের অনুষ্ঠানমালায় ইফতারের কোনো অনুষ্ঠান সংযোজন হয়নি বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন দলটির উপদফতর সম্পাদক সায়েম খান।

তিনি বলেন, ইফতার আয়োজনের বিষয়ে এ বছর এখনও কোনো শিডিউল হয়নি। এ বিষয়ে কোনো সিদ্ধান্তও হয়নি।

 

One thought on “এবার রমজানে গণভবনে ইফতার পার্টি না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর”
  1. এবার রমজানে গণভবনে ইফতার পার্টি না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *