মোঃ হাবিব ওসমান,  (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আ লোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্ব র) সকাল ১০ টায় উপজেলা পরি ষদ সভাকক্ষে এক আলো চনা সভা।

প্রথমে মুক্তিযুদ্ধে শহীদদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইস রাত জাহানের সভাপতিত্বে পরিষদের সভাকক্ষে বুদ্ধি জীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু. কালীগঞ্জ থানার ওসি (তদ ন্ত) মানিক কুমার গাইন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমা ন্ডার বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন সরদার, মুক্তিযোদ্ধা সং সদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মোল্লা, শহীদ নূর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ডা: শেখ মামুনুর রশিদসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালে এই দিনে মহান বাংলা দেশে ঘৃণ্য হত্যাকান্ড ঘটে। এ দিন মুক্তিযুদ্ধে নিশ্চিত পরাজয় জেনে পাকিস্থানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করে।

তারা তাদের এ দেশীয় দোসরদের নিয়ে শিক্ষক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী,আইন জীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তাসহ বহু মানুষকে হত্যা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *