মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁয় মহিলাদের আত্ম কর্ম সংস্থান সৃষ্টির লক্ষে ৩০০ প্রশিক্ষনার্থীদের মাঝে প্রায় ৩০ লা খ টাকার চেক বিতরণ করা হয়েছে।

বৃহষ্পতিবার দুপুরে শহরের জাতীয় মহিলা সংস্থা জেলা শাখা র আয়োজনে সংস্থাটির কার্যালয়ে তৃনমুল পর্যায়ে অর্থনৈতি ক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় এসব চেক বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক।

এ সময় জাতীয় মহিলা সংস্থা নওগাঁ জেলা শাখার চেয়ার ম্যান শাহনাজ বেগম, প্রশিক্ষণ কর্মকর্তা শোভানাজ পারভীন, ট্রেড প্রশিক্ষক বিউটিফিকেশন শারমিন আক্তার, ফ্যাশন ডি জাইনার ফাতেমা মুনীষা, ক্যাটারিং এর প্রশিক্ষক বর্নালী, ইন্টেরিয়র ডিজাইনার রাজু আহমেদ,বিজনেস ম্যানেজ মে ন্টের মাহাবুবা আকতার মিতুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

২০২৩-২৪ অর্থবছরের মোট ৫টি ট্রেডের ১ম ও ২য় ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে এসব চেক বিতরণ করা হয়।

One thought on “নওগাঁয় মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে ৩০০ প্রশিক্ষনার্থীর মাঝে চেক বিতরণ”
  1. নওগাঁয় মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে ৩০০ প্রশিক্ষনার্থীর মাঝে চেক বিতরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *