রাকিব হাসান,মাদারীপুর :মাদারীপুরের ডাসারে পুকুরে বিষ দিয়ে তিন লাখ টাকার মাছ মারার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২ মে) উপজেলার নবগ্রাম এলাকায় সকালে এ ঘটনা ঘটে।
ঘটনার পরে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী পংকজ বালার বড় ভাই  নিতিশ বালা বাদী হয়ে অজ্ঞাত দূর্বৃত্তদের  উল্লেখ করে দুপুরের দিকে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী পংকজ বালা বলেন, প্রতিবছরের ন্যায় এবছর আমার ঘেরের তিনটি পুকুরে মাছ  চাষ করি।সকালে গিয়ে জানতে পারি আমার ৪০ শতাংশ জায়গা  নিয়ে দুটি পুকুরের একের পর এক মাছ মৃত-অর্ধমৃত অবস্থায় ভেসে উঠতে থাকে।
এক পর্যায়ে পুকুরের সমস্ত মাছ মৃত অবস্থায় পানির উপরে ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে, রাতে পুকুরের পানি বিষ বা কিটনাশক জাতীয় কোনো পদার্থ দুর্বৃত্তরা মিশিয়ে দিয়েছে।
আমি ঋণ করে মাছ চাষ করছি।এই মাছ চাষ করে এখন আমি সর্বশান্ত।আমি দূর্বৃত্তের বিচার চাই।
ভুক্তভোগী মালা রানি পোস্টকে জানান, সকালে প্রতিবেশীরা খবর দিলে পুকুরে গিয়ে দেখি মাছ মরে ভাসতেছে। পুকুরে প্রায় ৩ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ ছিল। এর মধ্যে বিক্রি উপযোগী মাছও ছিল। রাতে কেউ শত্রুতা করে বিষ ছিটিয়েছে। তা না হলে হঠাৎ করে সব মাছ মরে যাওয়ার কথা না।
নিতিশ বালা বলেন, আমার ছোট ভাই এর ঘের মাছ ব্যবসা নিয়ে অনেক স্বপ্ন ছিল।তার স্বপ্নটা এভাবে ভেঙ্গে গেল ভাবতে কষ্ট হয়।যে ঘটনাটি ঘটছে এতে আমি মর্মহত।দূর্বৃত্তরা এ কাজটি করেছে।তাদের শাস্তির দাবী জানাই।
প্রতিবেশী অরুণ তালুকদার বলেন, আমার বন্ধু ঋণ করে পুকুরে মাছ চাষ করছে।সকালে যখন দেখতে পেলাম তার দুটি পুকুরে  মাছ মরে ভেসে আছে।আমি অবাক হয়েছি।
প্রায়ই এলকার মাছ চাষীদের পুকুর ও ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে থাকে দূর্বৃত্তরা ।এভাবে চলতে থাকলে মৎস্য চাষীরা মাছ চাষ করতে আগ্রহ হারিয়ে ফেলবে।প্রশাসনের কাছে দাবী জানাই তাদেরকে আইনের আওতায় এনে তাঁদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।
ডাসার থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হাসানুজ্জামান হাসান বলেন,এ বিষয়ে লিখিত  অভিযোগ পেয়েছি ।তদন্ত সাপেক্ষে  আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *