,যশোর প্রতিনিধি: : ‘স্মার্ট ও মডেল’ যশোর সদর উপজেলা গড়তে নির্বাচনের মাঠে নেমেছেন বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়া সং গঠক ও সমাজসেবক তৌহিদ চাকলাদার ফন্টু।

গতকাল মঙ্গলবার যশোর শহরের প্রাণ কেন্দ্র দড়াটানা ও এইচএমএম রোডে ব্যবসায়ী, সাধারণ মানুষ ও পথচারিদের সাথে মতবিনিময় করে তিনি।

এ সময় স্মার্ট ও মডেল যশোর গড়ার পরিকল্পনা নিয়ে জন সাধারণের সাথে আলাপ করেন।

একই সাথে তিনি রমজান মাসের সেহেরি ও ইফতার সময়সূ চি সম্বলিত প্রচারপত্র বিলি করেন।

‘স্মার্ট ও মডেল’ যশোর সদর উপজেলা গড়তে তৌহিদ চাক লাদার ফন্টুর মত তারুণ্যদ্বীপ্ত ও সাহসী নেতৃত্বের প্রয়োজন বলে মতামত দেন সাধারণ জনতা।

এদিন, যশোর শহরের দড়াটানা মোড় থেকে শুরু করে এইচ এমএম রোডের ব্যবসায়ী ও জনসাধারণের সাথে কুশোল বিনিময় করেন তৌহিদ চাকলাদার ফন্টু। সাধারণ মানুষের সুখ ও দুঃখের কথা শোনে।

হত্যা, কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজ, টেন্ডারবাজ ও বোমা বাজ মুক্ত করতে সব ধরণে প্রচেষ্টা করবে বলে জানান তিনি।

প্রচারপত্র বিতরণে সময় সাথে ছিলে যশোর পৌর আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

ভোটারদের মতে, যাকে ভোট দেব, আগের তার বিভিন্ন দিক বিবেচনা করবো

। যশোর সদর উপজেলার জনপ্রতিনিধি হিসেবে শিক্ষা, রাজ নৈতিক পরিচয় ও ব্যক্তিত্বের দিকগুলো সবার আগে তারা গু রুত্ব দেবেন। কোন প্রার্থী কেমন, ভোটারদের সঙ্গে তাদের যোগাযোগ কতখানি সেগুলোও খেয়াল রাখবেন।

ভোটাররা জানান, রাজনীতি, সামাজিক ও ক্রীড়া সংগঠনের পরিবারের প্রার্থী এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখেন। তাই তাদের ছাড়া অন্য কোনো পেশাজীবীকে এ উপজেলার চেয়ারম্যান হিসেবে চান না। এসব দিক দিয়ে এগিয়ে তৌহিদ চাকলাদার ফন্টু।

এইচএম রোডের পথচারি কামরুল হাসান বলেন, বর্তমার সদর উপজেলা চেয়ারম্যান মানুষের দুঃখ—কষ্টের কথা কোন দিন শোনেন নি।

বরং মানুষকে হয়রানি করেছেন। যার কারণে তাকে দিয়ে সদরের কোন উন্নয়ন হয়নি।

উন্নয়নের জন্য আমরা ফন্টু ভাইকে সদরের চেয়ারম্যান দেখতে চাই।’

শিক্ষক আনিসুজ্জামান বলেন, বর্তমান সদর উপজেলার চেয়ারম্যান শিক্ষকদের অসম্মান করেছেন। তিনি শিক্ষক নির্যাতন কারি। তাকে আমরা চাইনে।

তিনি আরও বলেন, যশোরের জন্য আদর্শ নেতা শাহীন চাক লাদার। তার ভাই হিসেবে ফন্টু চাকলাদার অবশ্যই মানুষের কল্যাণে কাজ করবেন।

তিনি শিক্ষক নির্যাতনের মতো কোন কাজ করবেন না বলে মনে করি। তিনি নির্বাচনে দাড়ালে অব শ্যই শিক্ষক সমাজ তার সাথে কাজ করবে।

দুই ব্যবসায়ী বলেন, এক এমপির লোকজন শহরের কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও বোমাবাজি করে বেড়াই। এ এমপির লোকজন যদি আবারও নির্বাচনে জেতে তাহলে আমাদের ব্যবসা গুটিয়ে শহর ছেড়ে চলে যেতে হবে। আমরা ফন্টু চাকলাদারকে চিনি।

তিনি ভালো ছেলে, এক জন সফল ব্যবসায়ী। তাছাড়া ব্যব সায়ীদের উন্নয়নে তাকে অতীতে পেয়েছি, ভবিষ্যতেও পাবো এ আশা আমাদের আছে।

এজন্য আগামী সদর উপ জেলা নির্বাচনে তৌহিদ চাকলাদার ফন্টুকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।’

বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক ও সমাজসেবক তৌহিদ চা কলাদার ফন্টু বলেন, জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০৪ ১ এ স্মার্ট বাংলাদেশ গড়ার কর্মি আমরা।

যশোর সদর উপজেলাকে স্মার্ট উপজেলা গড়তে ‘গ্রাম হবে শহর’ এ স্লোগানে আমি সকলের কাছে দোয়া প্রার্থী।’ তিনি আরও বলেন, হত্যা, কিশোর গ্যাং, ছিনতাই , চাঁদাবাজ, টেন্ডা রবাজ ও বোমাবাজ মুক্ত ‘স্মার্ট ও মডেল’ যশোর সদর উপ জেলা গড়তে নির্বাচনের মাঠে নেমেছি।

One thought on “যশোর সদর উপজেলায় নির্বাচনী প্রচারনায় ব্যস্ত তৌহিদ চাকলাদার ফন্টু”
  1. যশোর সদর উপজেলায় নির্বাচনী প্রচারনায় ব্যস্ত তৌহিদ চাকলাদার ফন্টু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *