চট্রগ্রাম প্রতিনিধি:কুমিল্লার দেবিদ্বার উপজেলায় লরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।

বৃহস্পতিবার (৬ জুলাই) মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (৫ জুলাই) রাত ১২টার দিকে দেবিদ্বার উপজেলার চরবাকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- মুরাদনগর উপজেলার গোকলনগর এলাকার নাছিমা আক্তার খুকি (৩২) ও তার মেয়ে নুসরাত (১২) এবং একই এলাকার অটোরিকশাচালক দেলোয়ার হোসেন।

স্থানীয়রা জানান, বুধবার রাতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের চরবাকর এলাকায় কুমিল্লামুখী একটি লরির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় লরি ও সিএনজি পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা-মেয়েসহ তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, লরিটির বেপরোয়া ও দ্রুতগতির কারণে এ ঘটনা ঘটেছে। সিএনজি অটোরিকশাটি নম্বরবিহীন ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *