শৈলকূপা ( ঝিনাইদহ)  সংবাদদাতাঃ  শৈলকুপা সংসদ সদস্য সহ দুইজন মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।

এরা হলেন ঝিনাইদহ ১-শৈলকুপা আসনের সংসদ সদস্য বী র মুক্তিযোদ্ধা আব্দুল হাই এবং ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য ও আবাইপুর  ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুক্তার আহমেদ মিধা ।

জানা গেছে, ঝিনাইদহ -১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই (৭২) থাইল্যান্ডে  বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে   মারা গেছেন।

তিনি দীর্ঘধরে নিউমোনিয়া, লিভার সিরোসিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি বামরুনগ্রাদ হাসপাতালে চিকি ৎসাধীন ছিলেন।

শনিবার ভোরে সেখানে তার মৃত্যু হয় বলে তার  ব্যক্তিগত সহকারী শহিদুল ইসলাম জানান।

ঝিনাইদহ-১ আসনে (শৈলকূপা) আব্দুল হাই আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন থেকে দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত মৎস্য ও প্রাণী সম্পদ প্রতি মন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন।

আব্দুল হাইয়ের জন্ম ১৯৫২ সালের পহেলা মে শৈলকূপা উপজেলার মহম্মদপুর গ্রামে। পিতা ফয়জুদ্দিন মোল্লা ও মা তার ছকিরন নেছা দম্পতির তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে সবার ছোট তিনি।

তার শিক্ষাজীবন শুরু হয় মির্জাপুর গ্রামের প্রাথমিক বিদ্যা লয়ে। পরে বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ঝিনাইদহ কেশবচন্দ্র কলেজে থেকে বিএ পাশ করেন।

মাধ্যমিক বিদ্যালয়ে পড়া অবস্থাতেই তিনি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হন। তৎকালীন ঝিনাইদহ মহকুমা ছাত্রলীগের সভা পতি ছিলেন তিনি।

১৯৭১ সালে  ভারত থেকে মুজিব বাহিনীর ট্রেনিং নিয়ে দেশে কমান্ডার হিসাবে বিভিন্ন স্থানে পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ক রেন।

স্বাধীনতার পর তিনি ঝিনাইদহ যুবলীগের আহ্বায়ক ও ১৯৭ ৩ সালে যুবলীগের মহকুমা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

বিভিন্ন পদে দ্বায়িত্ব পালন শেষে ১৯৯৮ সালে জেলা আওয়া মী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

পরে ২০০৫ সালে জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বা চিত হওয়া এই সংসদ সদস্য আমৃত্যু সেই দ্বায়িত্ব পালন করেছেন।

এছাড়াও  ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য ও শৈলকুপার ১১নং আবাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  এবং ঝিনা ইদহ জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোক্তার আহমেদ মৃধা  শনিবার  ভোরে ঢাকার একটি বেসর কারী হা সপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

প্রবীণ এই দুই নেতার মৃত্যুর খবরে ঝিনাইদহের সর্বত্র শো কের ছায়া নেমে এসেছে।

মফিজুল ইসলাম শৈলকূপা ঝিনাইদহ ০১৭১৮৩৭৯১২৫

One thought on “শৈলকুপার সংসদ সদস্যসহ দুই মুক্তিযোদ্ধার মৃত্যু  ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *