মুহা: জিললুর রহমান,সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় বাবার সাথে গোসলে গিয়ে পুকুরে ডুবে দেড় বছর বয়সী তুবা নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কলারোয়া উপজেলার কয়লা গ্রামে এঘটনা ঘটে।
শিশু তুবা সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়লা গ্রামের স্বাস্থ্যকর্মী কামাল হোসেনের সন্তান।
কয়লা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেন বলেন, কামাল হোসেন মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে গেলে তার সাথে যায় ছোট্ট মেয়ে তুবা। গোসল করে কামাল হোসেন বাড়িতে এলেও মেয়ে বাড়িতে না আসায় খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায় তুবাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কলারোয়ার কয়লা গ্রামে বাবার গোসলে সঙ্গী হয়ে পুকুরে গিয়ে পানিতে ডুবে শিশু তুবা’র মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।