কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ঈদের জামাতে দুই পক্ষের সংঘর্ষে নজরুল ইসলাম নামে ৩৮ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৫ জন।

শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার জিনারি ইউনিয়নের বীরকাটিহারি মোড়লবাড়ী এলাকার ঈদগাহ মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম উপজেলার জিনারি ইউনিয়নের বীরকাটিহারি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। প্রতিদিনের সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন হোসেনপুর সার্কেলের এএসপি সুজন চন্দ্র সরকার।

জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে সকালে বীরকাটিহারি মোড়লবাড়ি এলাকায় ঈদগাহে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। এরপর দুই পক্ষই সংঘর্ষে জড়ায়। এ সময় নজরুল ইসলাম নিহত হন। আহত হন ৩৫ জন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হোসেনপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জানান, সংঘর্ষের পর আহত ৩৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত একজনকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ও দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *