চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার সকালে পৌরসভার ইছাপুর পূর্বপাড়া গ্রামের ফজলুল উলুম ক্বেরাতুল কোরআন কাওমি মাদ্রাসা ও হেফজখানার শিক্ষার্থীদের মাঝে ৩০ টি কোরআন শরীফ বিতরণ করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিঙ্গাপুর প্রবাসী বখতিয়ার হোসেনের সহযোগিতায় মাদ্রাসা ও হেফজখানার শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়। কোরআন শরীফ বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, কামরুল হাসান, ইয়াসির আরাফাত, আরিফুর রহমান, শাহারিয়ার নাফিস, মোনায়েম হাসান, সাগর হোসেন, আনোয়ার হোসেন, আকরাম হোসেন প্রমূখ।

প্রতিষ্ঠাতা সভাপতি বখতিয়ার হোসেন বলেন, “বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে সামনে রেখে মানব কল্যাণে কাজ করছে চৌগাছা পরিবার। ইতোমধ্যে সংগঠনটি উপজেলার অসহায় মানুষের আস্থার ঠিকানা হিসেবে পরিচিতি লাভ করেছে। আগামীতে মাদকমুক্ত সমাজ গঠন, বাল্য বিবাহ প্রতিরোধ ও দেশের উন্নয়নে কাজ করতে চায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *