রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ আগে ঠাকুরগাঁও জেলায় থানা ছিল ছয়টি ২০২২ সালের ২৯ ডিসেম্বর সদর উপজেলায় উদ্বোধন হয় আরও একটি থানা ‘ভূল্লী’।
আর সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন একেএম আতিকুর রহমান।
উদ্বোধনের মাত্র চার মাসের মধ্যে ২০২৩ সালের এপ্রিল মাসের সামগ্রিক কর্মমূল্যায়নে জেলার সাতটি থানার মধ্যে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে ‘ভূল্লী থানা’।রোববার (৭ মে) দুপুরে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার কার্যালয়ের অফিস সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন শ্রেষ্ঠ থানার সম্মাননা স্মারক প্রদান করেন ভূল্লী থানার ওসি একেএম আতিকুর রহমানকে।
ওসি একেএম আতিকুর রহমান ঢাকা মেইলকে বলেন, ‘কর্মমূল্যায়নে জেলার শ্রেষ্ঠ থানা ভূল্লীর ওসি হিসেবে পুলিশ সুপার আমাকে সম্মাননা স্মারক প্রদান করেছেন। তাই আমি পুলিশ সুপার মহোদয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’
তিনি আরও বলেন, ‘থানা হওয়ার মাত্র চার মাসের মধ্যে এমন পুরষ্কার পাওয়া একটি বড় প্রাপ্তি। এই প্রাপ্তি শুধু আমার একার নয় এটি আমার থানা টিমের সকল সদস্যের প্রাপ্তি। এই প্রাপ্তি আমার দায়িত্ব বোধকে ও কর্মস্পৃহা অনেক গুণ বাড়িয়ে দিল। তাই ভবিষ্যতে সব সময় আরও ভালো কিছু করার চেষ্টা অব্যাহত থাকবে।’