মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁর ধামইরহাটের আগ্রাদিগুন সীমান্তে সীমানা নির্ধারণ নিয়ে প্রায় ৫০ বছরের বিবাদ নিষ্পত্তি হয়েছে। এতে ৭৫ শতক জমি ফেরত পেয়েছে বাংলাদেশ। বুধবার দুপুরে সীমান্ত জটিলতা নিরসনে নওগাঁর আগ্রাদ্বিগুন সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দু’দেশের সীমান্ত রক্ষী বাহিনীর ব্যাটালিয়ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়া ভূমি জরিপ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ১৪ বিজিবি নওগাঁর পতœীতলা ব্যাটারিয়ন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
আগ্রাদ্বিগুন সীমান্তে সীমানা ও ৭৫ শতাংশ একটি জমির মালিকানা নিয়ে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। স্থানীয়রা জানান, জমিটি বাংলাদেশের ১০০গজ অভ্যন্তরে। দীর্ঘদিন ধরে সেখানে বাংলাদেশী চাষিরা চাষাবাদ করে আসছিল। চলতি মৌসুমে চাষাবাদে বাধা দেয় বিএসএফ। দ্বন্দ্ব নিরসনে পতাকা বৈঠক আহবান করা হয়।