চৌগাছা (যশোর)প্রতিনিধি ॥ যশোরের চৌগাছা উপজেলার বাজে খড়িঞ্চা নওদাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২২ শে মার্চ সকাল ৯টায় বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রিড়া অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের সভাপতি খলিলুর রহমান জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি জনাব সৈয়দ আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার, শিক্ষক মোস্তাফিজুর রহমান, জেসমিন পারভিন, সোনালী ঘোষ, জান্নাত সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
ক্রিড়া শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতারণ করা হয়।
এছাড়া বিদ্যালয়ের সভাপতি কবি,সাংবাদিক ও শিক্ষক খলিলুর রহমান জুয়েলের ২০১৮ সালে স্বপ্নের সোনালী পালক,২০১৯ সালে স্বাধীনাতার সাত সূর্য, ২০২০ সালে রক্তে ভেজা ভাষা,২০২১ সালে বন ফুলের প্রেম, ২০২২ সালে সৃষ্ঠির সন্ধানে ও মহা কালের উপাখ্যা ন তার ষষ্ঠ গ্রন্থ অমর একুশে গ্রন্থ মেলায় প্রকাশ সহ বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কাব্য গ্রন্থ ও জাতীয় কবি নজরুল সন্মমনা স্বারক পাওয়ায় তাকে বিদ্যালয়ের কর্তৃপক্ষ গুণীজন সন্মমনা স্বারক প্রদান করেন।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক জনাব
মোস্তাফিজুর রহমান।