ডেস্ক নিউজ:’সংলাপ নয়, অনানুষ্ঠানিক আলাপের জন্য বিএনপিকে নির্বাচন কমিশন চিঠি দিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার (২৮ মার্চ) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ ছাড়া বিএনপির সঙ্গে বসা ইসির সদিচ্ছা, এটা সরকারের কূটকৌশল নয় বলেও জানিয়েছেন কাজী হাবিবুল আউয়াল।

এর আগে ইসির চিঠি পাওয়ার পর নির্বাচন কমিশনকে (ইসি) দিয়ে রাজনৈতিক দলকে সংলাপের চিঠি দেয়া সরকারের নতুন কৌশল বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার মহানগর নাট্যমঞ্চে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, কমিশনের কিছু করার ক্ষমতা নেই। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। তাই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের ঘোষণা দিতে হবে।’

তিনি বলেন, অতীতে কেউ ভোট দিতে পেরেছেন? আগের মতো ভোট আর চলবে না। জাপানের রাষ্ট্রদূত তো বলেই ফেললেন যে, বাপের জন্মে শুনিনি যে আগের রাতে ভোট হয়। ওই জন্য এখন আবার নতুন নতুন কৌশল। তার মধ্যে লেটেস্ট কৌশল হচ্ছে নির্বাচন কমিশনের চিঠি।

উল্লেখ্য, গেল বৃহস্পতিবার বিকেলে সিইসি কাজী হাবিবুল আউয়াল ডিও পত্রের মাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আলোচনা ও মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *