আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। জানা গেছে, উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) এলাকায় প্রাক-প্রাথমিক এবং কোরআন শিক্ষা মিলে মোট ১২৭টি কেন্দ্র পরিচালিত হচ্ছে ঢিমেতালে। অধিকাংশক্ষেত্রে শিক্ষকেরা পাঠদান করানো তো দুরের কথা নিয়মিত কেন্দ্রেই উপস্থিত হয় না। শিক্ষার্থীদের না পড়িয়েই তারা বেতন তুলছেন। শিক্ষকেরা ব্যবসা-বাণিজ্য বা অন্য কাজে ব্যস্ত থাকে বলে অভিযোগ রয়েছে।
সুত্র জানায়, প্রাক-প্রাথমিক শিক্ষা ক্যাটাগরিতে যেসব এলাকায় প্রাথমিক বিদ্যালয় নাই, সেসব এলাকায় মসজিদভিত্তিক প্রাক-প্রাথমিক কার্যক্রম পরিচালনা করা কথা। কিন্ত্ত এখানে এর উল্টো হচ্ছে। অভিভাবক মহলের অভিযোগ উপজেলার অধিকাংশ স্থানে মসজিদভিত্তিক প্রাক-প্রাথমিক গণশিক্ষা কার্যক্রমের পাশপাশি প্রাথমিক বিদ্যালয় থাকায় শিশুরা মসজিদভিত্তিক গণশিক্ষা
কার্যক্রমের প্রাক-প্রাথমিকে অংশ নিচ্ছে না।
কিন্ত্ত শিক্ষকেরা প্রতিমাসে মোটা অঙ্কের বেতন তুলে নিজেদের অবস্থার পরিবর্তন করছে। আবার অনেক শিক্ষক ভূয়া শিক্ষার্থী দেখিয়ে তাদের নামে বরাদ্দকৃত শিক্ষা উপকরণ উত্তোলন করে বাইরে বিক্রি করে দিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। এসব নানা কারণে মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রম সেবা থেকে এলাকার শিশুরা বঞ্চিত রয়েছে হচ্ছে।
সরেজমিন পরিদর্শন বা তদন্ত করলে এসব অভিযোগের সত্যতা পাওয়া যাবে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
অভিযোগ রয়েছে,উপজেলা ট্রেনার মাওঃ কিবরিয়া এবং ফিল্ড সুপারভাইজারকে আর্থিক সুবিধা দিয়ে অধিকাংশ শিক্ষক শিক্ষা কেন্দ্রে উপস্থিত না হয়েই দীর্ঘদিন ধরে বেতন তুলে নিজেদের পকেটভারী করছে।এতে সরকারের এই মহতী উদ্যোগ ভেস্তে যেতে বসেছে।তানোর পৌর সদর, তালন্দ ইউপির মোহর ও কালনা, সরনজাই ইউপির শুকদেবপুর গ্রামের গণশিক্ষা কেন্দ্রে দেখা গেছে বেহাল অবস্থা।
সংশ্লিস্ট এলাকার বাসিন্দাদের অভিযোগ এসব কেন্দ্রের শিক্ষকরা নিয়মিত পাঠদান না করিয়ে নিজেদের ব্যবসা-বাণিজ্য ও খেত-খামার নিয়ে ব্যস্ত থাকে।
কিন্ত্ত শিক্ষকদের কাছে থেকে আর্থিক সুবিধা নিয়ে বিষয়টি দেখেও না দেখার ভান করে এড়িয়ে যায় সুপার ভাইজার। এবিষয়ে জানতে চাইলে উপজেলা ট্রেনার মাওঃ কিবরিয়া বলেন, উপজেলায় তাদের ১২৭টি মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্র রয়েছে। তিনি বলেন, আগের থেকে এখন অনেক ভাল লেখাপড়া হচ্ছে। এবিষয়ে উপজেলা ফিল্ড সুপার ভাইজার বলেন, এসব অভিযোগ সঠিক নয়। তিনি বলেন, তবে মাঠ পর্যায়ে কোথাও কিছুটা সমস্যা রয়েছে।#