মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁর রাণীনগরে রাজশাহী
মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও আগামী জাতীয় সংসদনির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা নওশের আলীকে বৃহস্পতিবার বিকেলে বিজয়কান্দী প্রাথমিক বিদ্যালয় মাঠে তার ৭৩তম জন্মদিন উপলক্ষে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উপজেলার গোনা ইউনিয়নের পঞ্চগ্রাম এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা নওশের আলীকে বন্ধু সমাজ,
রাজনৈতিক, সামাজিক ও সুধি সমাজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও স্বর্ণের নৌকা উপহার দিয়ে বরণ করে নেয়া হয়। গোনা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম বায়েজিদ নান্নুর সঞ্চালনায় এবং আব্দুস সাত্তার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পপতি আব্দুল বারি, উপজেলা আওয়ামলীগের সাবেক সহ-সভাপতি ও প্রবীণ শিক্ষক গিয়াস উদ্দীন খাঁন, সাবেক কোষাধ্যক্ষ মোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর সাবেক সিনিয়র সদস্য আব্দুর রহমান, জেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক
এ্যাড: পিজুস কুমার সরকার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আখেরুজ্জামান উজ্জল, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য ফজলে রাব্বী শুভ, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা আল্লামা ইকবাল লইংরেজ ও কাজী এমদাদুল হক মিঠুসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ
উপস্থিত ছিলেন।