আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা ঃ বগুড়ার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ একদিনে পৃথক তিনটি স্থান থেকে দুই নারীসহ ট্রেনে কাটা পড়ে মৃত্যু তিন ঁজনের লাশ উদ্ধার করেছে । এসব ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় পৃথক তিনটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে ।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, রোববার সকাল সাতটার দিকে বগুড়ার তালোড়া ষ্টেশনে বোনারপাড়াগামী পদ্মরাগ ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে গিয়ে কহিনুর বেগম (৫৫) নামের এক নারী মারা যান। তিনি বগুড়ার
আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম এলাকার আমজাদ হোসেনের স্ত্রী। এদিন একই ট্রেনে সকাল ৮টারদিকে বগুড়ার সোনাতলা, ষ্টেশনের পাশে তানজিলা আক্তার(৩০) নামের এক নারী ট্রেনে কাটা পড়ে মারা যান। তিনি সোনাতলা উপজেলার হাফেজ উদ্দীনের মেয়ে এবং
এদিন সন্ধ্যায় জয়পুরহাট জেলার আক্কেলপুর ষ্টেশনের আউটার সিগনালের পাশে অঞ্জাত পরিচয় এক ব্যাক্তি (৪০) কোন একটি ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরন করেন। দুই নারীর লাশ তাঁদের পরিবারের নিকট হস্তন্তর করা হয়েছে এবং অপর অজ্ঞত ব্যাক্তির লাশের পরিচয় সনাক্ত করার জন্য সি আইডি কাজ করছ্/