মুহা: জিললুর রহমান,প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ
শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার ভোররাতে উপজেলার দরগাহপুর কাদাকাটি সড় কের নির্মাধীন ধাপুয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালিগঞ্জ উপজেলার আমিয়ান গ্রামের
নিরঞ্জন ঘোষের পুত্র নয়ন ঘোষ (১৯) ও একই গ্রামের
জগন্নাথ ঘোষের পুত্র উইলিয়াম ঘোষ (১৮)।

এছাড়া একই গ্রামের তারক ঘোষের পুত্র কর্নেল ঘোষ (১৯) কে আহত অবস্থায় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।

তারা সবাই কালীগঞ্জ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান,নিহত নয়ন ঘোষ, উইলিয়াম ঘোষ ও আহত কর্নেল ঘোষ মঙ্গলবার কালীগঞ্জ থেকে মোটর সাই কেলে তালা উপজেলার জেঠুয়া জালালপুর জগন্নাথ গুরু দেবের মন্দিরে একটা যোগ্য অনুষ্ঠানে যোগদেন।

সারারাত সেখানে অনুষ্ঠান দেখার পর ভোররাতে তারা কালী গঞ্জের দিকে রওনা হলে প্রতি মধ্যে দরগাহপুর কাদা কাটি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন ধাপুয়া ব্রিজে এসে ধাক্কা দেয়। এত ঘটনাস্থলে নয়ন ঘোষ

ও উইলিয়াম ঘোষ নিহত হয়। গুরুতর আহত অবস্থায়কর্নেল
ঘোষকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আশাশুনিফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত)
বে লাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দুই শিক্ষার্থীর
মরদেহ উদ্ধার করি এবং আহতে একজন উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করি।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী বলেন, আজ ভোর রাতেনির্মাণাধীন ধাপুয়া ব্রিজে ধাক্কা খেয়ে দুই শিক্ষার্থী মারা গেছে। পুলিশ দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *