মোঃ হাবিব ওসমান (ঝিনাইদহ) প্রতিবেদকঃ
ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্যে দিয়েই ঝিনাইদহের কালীগ ঞ্জে অনুষ্ঠিত হলো গ্রামীণ ঐতিহ্য গরুর গাড়ির দৌড় প্রতিযো গিতা।
বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত ওই প্রতিযোগিতায় ঝিনা ইদহ সহ আশপাশের জেলা থেকে আগত মোট ২৪ টি দল অংশ নেয়।
প্রতিযোগিতাটিকে ঘিরে উপজেলার মোল্লাডাঙ্গা গ্রামের ফাঁকা ধান ক্ষেতের মাঠ যেন উৎসবে মেতে উঠে।
সকাল থেকেই কুয়াশা আচ্ছন্ন কনকনে শীতের মধ্যেই নারী, শিশু, পুরুষ সহ সব বয়সের হাজার হাজার উৎসুক জনতার সমাগম ঘটে।
সেই সাথেই মাঠের চারপাশে বিভিন্ন পসরার স্টল ও খাবারে র দোকান সহ শিশুদের বিনোদনের জন্যও বসে নাগরদোলা।
এ উপলক্ষে গ্রামবাসীদের অনেকেই আবার তাদের আত্বীয় স্বজনদের দাওয়াত দিয়ে বাড়ীতে আনেন।
সরেজমিনে বুধবার সকালে মোল্ল্যাডাঙ্গা গ্রামের ধান ক্ষেতের মাঠে গিয়ে দেখা যায়, কুয়াশা ঢাকা কনকনে শীত উপেক্ষা করেও দুর দুরান্ত থেকে প্রতিযোগীতায় অংশ নিতে গরুর গাড়ীগুলি জড়ো হচ্ছে।
বেলা বাড়ার সাথে সাথেই শুরু হয় প্রথম পর্বের বাছাই রাউন্ডের দৌড়।
দুপুরের পর তাদের নিয়েই অনুষ্টিত হয় চুড়ান্ত পর্বের আর্কষ নীয় গরু গাড়ীর দৌড় প্রতিযোগীতা।
এ প্রতিযোগীতায় যশোরের বাঘারপাড়া উপজেলার ওয়ালিদ হোসেন প্রথম, চৌগাছা উপজেলার সজিব হোসেন দ্বিতিয় এবং সৈয়দপুর এলাকার সাগর হোসেন তৃতীয় হবার গৌরব লাভ করে।
প্রতিযোগিতা শেষে বিকালে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার বিজয়ী দের হাতে পুরস্কার তুলে দেন।
বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অধিকারীকে একটি বড় ছাগল, দ্বিতিয় স্থান অধিকা রীকে একটি মাঝারী ছাগল ও তৃতীয় স্থান অধিকারীকে এক টি বাইসাইকের দিয়ে পূরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী সহ এলাকার অন্নান্য সুধীজনেরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা আয়োজক কমিটির সভাপতি আশরাফ আলী জানান, গরু গাড়ীর দৌড় প্রতিযোগিতাটি তাদের গ্রামের একটি ঔতিহ্য।
তাদের পূর্ব পুরুষেরা এ খেলা শুরু করেছিল। এখনো সেই ধাারাবাহিকতা তাদের গ্রামবাসীরা ধরে রেখেছেন।
তিনি জানান, আমন মৌসুমের ধান কাটার পর মাঠ ফাকা থাকে। এ সময়ে তারা মানুষের বিনোদন দিতেই এ প্রতিযোগি তাটির আয়োজন করে থাকেন।
প্রতিযোগিতা দেখতে আসা চৌগাছার আবুল হোসেন জানা য়, গ্রামবাংলার ঐতিহ্য গরু গাড়ীর দৌড় প্রতিযোগীতার খবর শুনলেই তিনি ছুটে যান।
তাদের এলাকার অনেক প্রতিযোগিও অংশ নেন। খেলা দেখা র নেশা মেটানো ছাড়াও এলাকার প্রতিযোগীদের উৎসা হ দিতেই তার এ মাঠে আগমন।
One thought on “কালীগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার  ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড়”
  1. কালীগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *