:কবি বিশ্ব প্রতাপ বড়ুয়া :
ঘুমের ঘোরে বিঘোর হয়ে
ডাকছো কারে প্রাণ সখী
আমারে না ডাকিয়া
পাইবা নাতো প্রাণ পাখি।।
যতনে রতন মিলে
প্রাণ পাখিরে চাহিলে
মনের সাথে মন মিলিলে
খুলবে তোমার ঐ আঁখি।।
আঁখি খুলে দেখি ও
নয়ন ভরে প্রেম সখী
মোহন মিলন হবে
তোমার চোখে চোখ রাখি।।
পিরিতি পরাণে বাঁধি
রহিও মোর সুখ পাখি
পরাণে পরাণ বাঁধিয়া
হবো জনম সুখী।।
লেখকঃ কবি বিশ্ব প্রতাপ বড়ুয়া :
ঠাকুর প্রসাদ রায়,( জলঢাকা নীলফামারী প্রতিনিধি)
One thought on “ঘুমের ঘোরে বিঘোর হয়ে”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *