রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন হাজার হাজার মানুষ। শনিবার (২২ এপ্রিল) সকাল ৯ টায় ঠাকুরগাঁওয়ের সব থেকে ঈদের বড় জামাত অনুষ্ঠিত জেলার কেন্দ্রীয় ঈদগা   সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে।

নামাজে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মো: খলিলুর রহমান।

সকাল ৭ টা থেকেই ধর্মপ্রাণ মুসল্লি ছোট-বড় শিশু-কিশোর ও বৃদ্ধরা পায়জামা পাঞ্জাবি ও মাথায় টুপি পরে নামাজ আদায় করার জন্য দলে দলে মাঠে আসতে শুরু করেন। এতে একপর্যায়ে পরিপূর্ণ হয়ে যায় মাঠ।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঈদের দিন ভোর তারের দিকে সামান্য বৃষ্টি হলেও ফজরের নামাজের পর বৃষ্টি থেমে যায় ও সকাল থেকেই রোদের তীব্রতা বৃদ্ধি পেতে থাকে।

প্রখর রোদে খোলা আকাশের নিচে মাঠে অবস্থান ও নামাজ আদায় করতে মানুষদের কষ্ট হলেও আল্লাহর সন্তুষ্টি অর্জনে ধৈর্য ধরে নামাজ আদায় করেন মুসল্লিরা।

নামাজ শেষে দেশে ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। এছাড়াও ঈদের শুভেচ্ছা বিনিময় করে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান সকলকে সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় রেখে ও একে অন্যকে সহযোগিতা করার মনোভাব পোষণ করে ঠাকুরগাঁওকে এগিয়ে নিয়ে যাওয়ার কামনা ব্যক্ত করেন।

 

One thought on “ঠাকুরগাঁওয়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঈদের নামাজ অনুষ্ঠিত”
  1. ঠাকুরগাঁওয়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঈদের নামাজ অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *