আন্তর্জাতিক ডেস্ক:ইসরাইলি বাহিনীর নির্বিচার হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরা ইলি বাহিনীর বোমায় গত ২৪ ঘণ্টায় গাজায় ১৮৩ জন ফিলিস্তিনি নিহত ও ৩৭৭ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি বাহিনীর অভিযানে গত সাড়ে তিন মাসে গাজায় নিহতের সংখ্যা পৌঁছেছে ২৬ হাজার ৮৩ জনে। পাশাপাশি মোট আহত হয়েছেন আরও ৬৪ হাজার ৪৮৭ জন।

প্রেস টিভিসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, গাজার খান ইউনিসের নাসের ও আল আমাল হাসপাতাল পুরোপুরি ঘিরে রেখেছে ইসরাইলি সেনারা।

হামলা চালানো হচ্ছে হাসপাতালগুলোর আশপাশে।

এতে গেল ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন কয়েকশ ফিলি স্তিনি।

ইসরাইলি হামলার পর থেকে গাজায় ত্রাণবাহী ট্রাক ঢুকতে বাধার মুখে পড়ছে।

এতে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। অনেকের বেঁচে থাকা নির্ভর করছে এই ত্রাণের ওপর।

তবে ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিরাও রেহাই পা চ্ছেন না ইসরাইলের বর্বর হামলা থেকে।

আল জাজিরা জানিয়েছে, যুদ্ধ-বিধ্বস্ত গাজার উত্তরাঞ্চলে ত্রাণ নিতে যাওয়ার সময় ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে শতাধিক মানুষ হতাহত হয়েছেন।

এদিকে গাজায় আগ্রাসন বন্ধে আবারও আহ্বান জানি য়েছে ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান তেদরোস আধানম গেব্রে য়াসুস।

উপত্যকাটিতে ইসরাইলি হামলার ভয়াবহতার চিত্র তুলে ধরা র সময় আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

 

 

One thought on “ফিলিস্তিনের গাজায় নিহতের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *