শাহীন সোহেল (যশোর) চৌগাছা প্রতিনিধি!! যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয় এবং অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল, যশোর মহোদয়ের সঠিক দিক নির্দেশনা য় চৌগাছা থানার অফিসার ইনচার্জ, মোঃ সাইফুল ইসলাম সবুজ মহোদয়ের নেতৃত্বে অদ্য ২২ মে (সোমবার) সকাল চৌগাছা থানার অফিসার ফোর্স থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, নিয়মিত মামলা ও গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, এই অভিযানে পুরাতন মামলায়- ০৩ জন, সিআর সাজা- ০১ জন, জিআর- ০১ জন, সিআর- ০৫ জন সর্বমোট ১০ (দশ) জন আসামীদের গ্রেফতার পূর্বক বিচারের নিমিত্তে ইং- ২২/০৫/২০২৩ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আসামীরা হলেন, ১। মোঃ জাফর (৬৫), পিতা: মৃতআজেহার মন্ডল, সাং-ভগবানপুর, ২।মোঃ ইসলাম, পিতা- মোঃ জাফর, সাং-ভগবানপুর, ৩। রাকিব হোসেন (১৯), পিতা- তবিবর রহমান,সাং- পাশাপোল ৪। মোঃ আজিজুর রহমান আজগর (৪৮), পিতা মৃত মাওলা বক্স, সাং-স্বরুপপুর, ৫। মোঃ সিরাজুল ইসলাম (৪৬), পিতা- মৃত আবেদ আলী, ৬। মোঃ দিপু কাজী, পিতা মোঃ হাফিজুর রহমান, সাং- উত্তর কয়ারপাড়া, ৭। মোঃ আজিজুর রহমান, পিতা- মোঃ ইউনুচ আলী, সাং- পুড়াহুদা, ৮। মোঃ আক্তারুজ্জামান(৪৫), পিতা- মোঃ আঃ বারিক, সাং- নগরবর্ণি, ৯। মোছাঃ আঞ্জুয়ারা বেগম, স্বামী- মোঃ মহিদুল ইসলাম, সাং- ঝিনাইকুন্ডু ১০। সুবাস দাস, পিতা- শ্যামপদ দাস, সাং- কংশারীপুর।