সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় ব্লু’ইকোনমি এ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্ল্যাইমেটজাস্টিস প্রকল্পের অবহিতকরণ সভা সোমবার বেলা ১২ টায় জেলা প্রশাসকেরসম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংগঠন ব্রেকিং দ্য সাইলেন্সএ ই সভার আয়োজন করে।

ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস) এর পরিচালক মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস। বিশেষ অতিথির বক্তব্য
রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা দূর্যোগ ও ব্যবস্থাপনা বিষয়ক কর্মকর্তা আব্দুল মাজেদ, জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান, ক্লিনিক এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, অক্সফাম বাংলাদেশের প্রোগ্রাম অফিসার দেবরাজ দে, সাবেক অধ্যক্ষ আশেক এলাহী, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, সুশীলন সাতক্ষীরার সহকারী পরিচালক জি এম মনিরুজ্জামান,
জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, সাবেক ফিফা রেফারী শেখ তৈয়েব হাসান বাবু, বুড়িগোয়ালীনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রেকিং দ্যা সাইলেন্স এর সাতক্ষীরা অঞ্চলের ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম।

সভায় জানানো হয়, এ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের উপকুলীয় জনগোষ্ঠির জন্য সুষম বাস্ততন্ত্র (ইকো সিষ্টেম) ব্যবস্থা ও ন্যায্যতা ভিত্তিক জলবায়ু অর্থনীতিতে সম-অংশীদারিত্বের ক্ষেত্র তৈরী করা।

এছাড়া জেন্ডার ন্যায্যতা ভিত্তিক জলবায়ু ঐক্যমত গড়ে তোলা। যা জলবায়ু ক্ষয়ক্ষতি পূরনের জন্য বরাদ্দকৃত অর্থের উপর নারী, পুরুষ এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠির অধিকার প্রতিষ্ঠায় সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *