আন্তর্জতিক ডেস্ক:সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (৪ এপ্রিল) নিউইয়র্কের ম্যানহাটান আদালতে পৌঁছার পর গ্রেফতার করা হয় তাকে। তবে তাকে হাতকড়া পরানো হয়নি। তিনি পুলিশ হেফাজতে আছেন। বিবিসি ও সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দিয়ে মুখ বন্ধ করার মামলায় প্রথমবার আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন ট্রাম্প। সেখানেই আঙুলের ছাপ নেয়ার প্রক্রিয়ার সময় তাকে গ্রেফতার দেখানো হয়।

ফ্লোরিডা রাজ্য থেকে ব্যক্তিগত একটি উড়োজাহাজে করে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন ট্রাম্প। এ সময় এক টুইটার বার্তায় তিনি বলেন, নিউইয়র্ক যাচ্ছি। মেইক আমেরিকা গ্রেইট এগেইন।’

আড়াই ঘণ্টা পর তাকে বহন করা বিমানটি নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে অবতরণ করে। ট্রাম্পের এই যাত্রা যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার করা হয়।

অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দেয়ার মামলায় গত বৃহস্পতিবার (৩০ মার্চ) ট্রাম্প ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন।

তার বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে তাকে মোটা অঙ্কের ঘুষ দেয়া হয়। তবে শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্প।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *